এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Mosiur Rahaman কী হল মসিউরের? কী জানালেন সরকারি আইনজীবী?

Published on: September 4, 2025

সাগরদিঘির পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমানের ১৪ দিনের জেল, হেফাজতে চাইল না পুলিশ

নিজস্ব প্রতিনিধিঃ জেলেই যেতে হল সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমানকে। মসিউরকে Mosiur Rahaman ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। সরকারি আইনজীবী কল্পতরু ঘোষ জানান, মসিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পলাতক ছিলেন। কলকাতা থেকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে। যেহেতু এই মামলাটি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব (Prevention of Atrocities) মামলা। অভিযোগকারীর সামনে আসামির বেল পিটিশন হেয়ারিং হবে। আজ, বৃহস্পতিবার আসামি আদালতে বেল পিটিশন করেছেন। যেহেতু অভিযোগকারীর সামনে শুনানি হবে তাই আদালত আগামী ১৮ তারিখ দিন ধার্য করেছে। কেস ডায়েরি আসবে। সেদিন জামিনের শুনানি হবে। পুলিশের পক্ষ থেকে হেফাজতে নেওয়ার জন্য কোনও পিটিশন দাখিল করা হয়নি। ১৪ দিনের জেল হেফাজত হল।

সাগরদিঘি পঞ্চায়েত সমিতির তফশিলি উপজাতিভুক্ত এক কর্মাধ্যক্ষকে অপমান করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ঘটনায় এফআইআর দায়ের হয়।  বিতর্ক শুরু হওয়ার পর তৃণমূল মসিউরকে পদত্যাগ করতে বলে। জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান তাঁকে পদত্যাগ করতে চিঠি দিয়েছিলেন। জানিয়েছিলেন দলের নির্দেশে তাঁকে পদ ছাড়তে হবে। তবে তাতে আমল দেননি মসিউর। পরে সাংসদ জানান, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও পদত্যাগ করেননি সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি। তাই নিয়েই প্রশ্ন উঠছিল। চর্চা শুরু হয়েছিল, মসিউরের মসিহা কে? কোন সাহসে এতটা বেপরোয়া তিনি?  বুধবার রাতে তাঁকে কলকাতা থেকে সাগরদিঘি থানার পুলিশ গ্রেপ্তার করে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now