মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ দশমীর রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলে ধুন্ধুমার কান্ড কান্দিতে। তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক, কান্দির নির্দল কাউন্সিলার গুরুপ্রসনন মুখার্জির বাড়িতে তান্ডব, ভাঙচুরের অভিযোগ তৃণমূলেরই কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, প্যান্ডেলে ভাংচুরের। কান্দি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর গুরুপ্রসনন মুখার্জির দাবি , মদ্যপ অবস্থায় বাড়িতে হামলা চালায় দলের কর্মীরাই। অভিযোগ, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষে সুপ্রিয় ঘোষের নেতৃত্বে হয় হামলা। যদিও এই ঘটনায় মোট ২২ জনের নামে অভিযোগ করা হয়েছে কান্দির নির্দল কাউন্সিলার গুরুপ্রসনন মুখার্জির তরফ থেকে।
এই ঘটনায় আগে পুলিশ গ্রেফতার করেছিল মোট ছয় জনকে আগেই গ্রেফতার করেছিল। আজ আবার চারজনকে গ্রেফতার করল পুলিশ। কিন্তু এখনও অধরা মূল অভিযুক্ত পূর্ত কর্মাধ্যক্ষে সুপ্রিয় ঘোষ। ঘটনার পরপরই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এখানে পুলিশি তৎপরতা নিয়েও উঠছে প্রশ্ন এমনটাই দাবি করছেন কংগ্রেস এবং বিজেপি নেতারা। ঘটনার সুত্রপাত কী থেকে এবং কোন কারণে দশমীর রাতে এত বড় হামলা হল। সেই নিয়েও রয়েছে ধোঁয়াশা। তাহলে কী এটি কেবলই পুজো প্যান্ডেল ঘিরে বিবাদ? না তৃনমূল কংগ্রেসের নিজেদের মধ্যে কোন্দল। সেটাও এখন দেখার বিষয়।