বল ভেবে খেলতে গিয়ে বোমার আঘাতে জখম চার শিশু, দৌলতাবাদে!

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বল ভেবে খেলতে গিয়ে ভুলবশত হাতে তুলে নেয় বোমা। বুঝতে পেরেই হাত থেকে ছুঁড়ে ফেলে সেই বোমা। তখনই বোমা ফেটে জখম হল দৌলতাবাদের চার বালক। সোমবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল গুরুদাসপুর অঞ্চলের বেউচিতলা এলাকায়।

দুর্ঘটনায় আহত শিশুদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে। জানা গিয়েছে, এদিন বিকেলে রাস্তার ধারে খেলা করছিল বেশ কয়েকজন বালক। খেলতে খেলতে রাস্তার ধারে সাঁকোর নিচে পরে থাকা বোমা বুঝতে না পেরে হাতে তুলে নেয়। তারপরই সেই বোমা ছুঁড়ে ফেলতেই বোমাটি ফেটে যায়। এতেই আহত হয় চারজন। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন আগে ঠিক এমনই ঘটনা ঘটেছিল সালারে। এবার দৌলতাবাদে বোমা ফেটে আবারও শিশু জখম হওয়ার ঘটনায় উঠছে গ্রামবাংলার শিশুদের নিরাপত্তার প্রশ্ন। কারা এলাকায় বোমা ফেলেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।