নিজস্ব সংবাদদাতা, সাগরদিঘিঃ Red Crested Pochard চলতি নাম ‘রাঙামুড়ি’ বা Bar headed Goose চলতি নাম ‘দাগি রাজহাঁস’ ঠিকানা সুদূর সাইরেরিয়া। সাড়ে চারহাজার কিলোমিটার আকাশপথে ডানায় ভর করে শীতের মরশুমে জেলায় এল রাঙামুড়ি, দাগি রাজহাঁসের ঝাঁক। ভিনদেশী পাখির আনাগোনা দেখতেই সাগরদিঘি মনিগ্রামে অ্যাশপন্ডে ভিড় করেছে স্থানীয়রা। বছরের এই সময়ে সাইবেরিয়া সহ অন্যান্য শীতপ্রধান দেশগুলি থেকে হাজার হাজার কিলোমিটার ডানার ভরে পাখিরা এসে পৌঁছায় জেলায়। সেই মনমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই জড়ো হয়েছেন স্থানীয়রা।
মনিগ্রামের স্থানীয় বাসিন্দা সাবির আলি জানান, শীতের সময়ে আমাদের জায়গায় বেড়াতে আসে। দূর দেশের মেহেমানকে দেখেও চোখ জুড়িয়ে যায়। পর্যটকদের কাছে আর্জি জানাচ্ছেন, “পাখিদের ডিস্টার্ব করবেন না।”
গ্রীষ্মপ্রধান মুর্শিদাবাদ জেলায় শীতের দেশের পাখির দল দু’তিনমাসের মেহেমান। শীত চলে গেলে আবার অপেক্ষা একবছরের।