নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ মুর্শিদাবাদ জেলার লোকশিল্পীদের নিয়ে সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হল বহরমপুর রবীন্দ্রসদনে। জেলাভিত্তিক লোকশিল্পীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ জন লোকশিল্পী অংশগ্রহণ করেছিলেন এই সম্মেলনে। ছিলেন লালন পুরস্কার প্রাপ্ত বাউল শিল্পী সৌমেন দাস ও অনেক বিশিষ্টজনেরা। সম্মেলন ছাড়াও লোকশিল্পীদের নিয়ে একটি কর্মশালারও আয়োজন করা হয়। এছাড়াও উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট। বিভিন্ন সরকারী প্রকল্পগুলিকে লোকগানের আঙিনায় কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, তা নিয়ে আলোচনা করা হয় ও লোক গান পরিবেশন করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট আশিস কুমার রায়। লোকশিল্পী সম্মেলন ও কর্মশালার অনুষ্ঠান শেষে কবিগানও মঞ্চস্থ হয়। লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হল বহরমপুরে।