নিজস্ব সংবাদদাতা, রানিনগরঃ পঞ্চায়েত ভোটে প্রতিরোধ গড়ে তোলার হুশিয়ারি বিরোধীদের। রানিনগরে নমিনেশনে বাঁশ হাতে বিরোধীরা। ‘আক্রমণ করলে পাল্টা আক্রমণ করব’, রানিনগরে নমিনেশনে হুঁশিয়ারি বিরোধীদের। নমিনেশনের চতুর্থ দিন অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই মনোনয়ন পত্র জমা দিতে তৎপর রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার সকালে ট্রাকটারে করে, দল বেঁধে নমিনেশন জমা দিতে আসেন বাম, কংগ্রেস ও বিজেপি। প্রায় সকলের হাতেই দলীয় পতাকা, বাঁশ ও লাঠি ।এর পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখতে তৎপর প্রশাসন । সকাল থেকেই মাইকে চলছে প্রচার ।নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ব্লক অফিসের এক কিলোমিটারের মধ্যে লাঘু আছে ১৪৪ ধারা ।
হাতে বাঁশ, লাঠির মাথায় ঝান্ডা, হুঁশিয়ারি দিয়ে রানিনগরে নমিনেশনে বাম-কংগ্রেস
Published on: June 13, 2023









