Fish seedlings in Bhaghirathi কথায় বলে মাছে ভাতে বাঙালি। আর এই মাছের জোগানই যদি কমে যায় তাহলে? এমনিতেই নদীতে হ্রাস পাচ্ছে মাছের ডিম। কমছে রুই, কাতলা, মৃগেলের মতো অতি পরিচিত মাছের সংখ্যাও। ফলে লক্ষাধিক মৎস্যজীবী আর্থিক ক্ষতির মুখে পড়ছেন দিন দিন। এই সমস্যা সমাধানে শুরু হয়েছে বিশাল কর্মকাণ্ড।
Fish seedlings in Bhaghirathi ICAR- CIFRI ( Central Inland Fisheries Research Institute) ব্যারাকপুর, জলশক্তি মন্ত্রকের অধীনে জাতীয় মিশনের জন্য গঙ্গা এবং জাতীয় নদী র্যাঞ্চিং প্রোগ্রামের অংশ হিসেবে মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে এক অনুষ্ঠানের আয়োজন করে। যার প্রধান লক্ষ্য বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষণ এবং গঙ্গা নদীর পুনরুদ্ধারের দিকে মনোনিবেশ করা।
Fish seedlings in Bhaghirathi মঙ্গলবার বহরমপুরের কলেজ ঘাটে গঙ্গায় ছাড়া হল লক্ষ লক্ষ মাছের চারা। যদিও এই উদ্যোগ নতুন নয়। বিগত বেশ কয়েক বছর ধরেই চলে আসছে গঙ্গায় মাছের চারা ছাড়ার কর্মকাণ্ড। ভাগীরথীতে এই প্রচেষ্টার তৃতীয় পর্বে ন্যাশনাল র্যাঞ্চিং মিশনে গঙ্গা বক্ষে ছাড়া হল রুই, কাতলা, মৃগেল, বাটা ও অন্যান্য দেশি ছোট মাছের চারা।
Fish seedlings in Bhaghirathi কী উদ্দ্যেশ্য?
Fish seedlings in Bhaghirathi আয়োজক সংস্থার প্রকল্প বিজ্ঞানী Project Scientist ডঃ সৌরভ কুন্ডু জানান, প্রধান উদ্দ্যেশ্য হল গঙ্গা নদীতে বিগত ৮ থেকে ৯ বছর ধরে পর্যবেক্ষণ করে বোঝা গিয়েছে যে গঙ্গা নদীতে গঙ্গার যে মাছ খুব কমে গিয়েছে। মাছের সংখ্যা বৃদ্ধি করার জন্যই এই প্রচেষ্টা। সংস্থার নির্দেশক ডঃ বসন্ত কুমার দাসের তত্ত্বাবধানে ২০১৬ – ২০২৫ পর্যন্ত মহাযজ্ঞ পালনের প্রধান উদ্দ্যেশই হল গঙ্গাবক্ষে মাছের সংখ্যা বাড়ানো। এই মাছের উপর নির্ভর করে যেসমস্ত মৎসজীবীরা জীবিকা নির্বাহ করেন তারা যাতে মাছ তুলে, মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এই উদ্দ্যেশ্যেই এই পরিকল্পনা। যত বেশি মাছ ছাড়া হবে তত বেশি গঙ্গার নির্মল ধারা বজায় থাকবে, দূষণ রোধ করা যাবে। তিনি আরও জানান, এখনও পর্যন্ত প্রায় ৯৭ লক্ষের উপর Indian Major Carp গঙ্গা নদী বক্ষে ছাড়া হয়েছে।
Fish seedlings in Bhaghirathi সচেতনতার বার্তাও দেওয়া হয় জেলেদের। মশারি জাল ব্যবহার না করা, ছোট মাছ না ধরা, মাছ বড় করার বার্তা দেওয়া হয় মৎসজীবীদের।