HS 2025: কেমন হল উচ্চ মাধ্যমিকে তৃতীয় সেমিস্টারের প্রথম পরীক্ষা?

Published By: Imagine Desk | Published On:

মুর্শিদাবাদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৬ হাজার ১৯৭ জন

নিজস্ব প্রতিনিধিঃ আজ, সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার Higher Secondary Examination প্রথম দিন মিটল নির্বিঘ্নে। উচ্চ মাধ্যমিকে তৃতীয় সেমিস্টার Third Semester এদিন থেকে শুরু হয়। গত বছরের তুলনায় ১৪ হাজার পরীক্ষার্থী বেশি এবার । এবছর জেলায় ছাত্র ছাত্রীর সংখ্যা ৫৬ হাজার ১৯৭ জন। তার মধ্যে ছাত্রীর সংখ্যা ৩৩ হাজার ৬৯১ জন। ছাত্রের সংখ্যা ২২ হাজার ৫০৬ জন। ১২৭ টি কেন্দ্রে পরীক্ষা চলছে। গত বছর মুর্শিদাবাদে Murshidabad ৪২ হাজার ২০২ জন পরীক্ষার্থী ছিল। এরপর চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে আগামী বছর ফেব্রুয়ারিতে।

HS 2025: এদিন থেকে শুরু হওয়া পরীক্ষা আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সকাল ১০ টা থেকে বেলা ১ টা ১৫ পর্যন্ত পরীক্ষা চলে। এদিন এক পরীক্ষার্থী জানিয়েছেন, আজ বাংলা পরীক্ষা ছিল। পরীক্ষা খুব ভালো হয়েছে। উল্লেখ্য, এ বছর সব মিলিয়ে রাজ্যজুড়ে ৬ লক্ষ ৬০ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবার।

See also  Puja Preparation of Dhakis of Murshidabad হেনস্থা আটকাতে বাংলার পুলিসকে নথি দিয়ে পুজোয় ভিন রাজ্যে ঢাকিরা