নিজস্ব সংবাদদাতা, জলঙ্গিঃ বহরমপুরের পর জলঙ্গিতে আগেয়াস্ত্র সহ এক যুবককে বৃহস্পতিবার ধরল পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি ওয়ান শাটার পিস্তল ও দু’রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ জলঙ্গির সাহেবরামপুর বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ।
সেখানেই সন্দেহভাজন এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় দুটি ওয়ান শাটার পিস্তল ও ২ রাউন্ড গুলি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত বাহাদুর মোল্লা ডোমকলের পুলিকা এলাকার বাসিন্দা। কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল ওই যুবক তা খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার ধৃতকে ৭ দিনের পুলিশ হেফাজতে চেয়ে বহরমপুরে জেলা আদালতে পাঠায় পুলিশ।