Fire Took 3 Lives in Murshidabad: মুর্শিদাবাদের রানীতলা থানা এলাকায় ভয়াবহ আগুন, পুড়ে মৃত্যু ৩ জনের

Published By: Imagine Desk | Published On:

নিজস্ব প্রতিনিধিঃ মুর্শিদাবাদের (Murshidabad) রানীতলায় ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু ৩ জনের। ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিন ভাইবোনের মৃত্যু হয়। পুড়ে ছাই হয়ে যায় ঘরের সব আসবাব।  শনিবার রাত ১১ টা নাগাদ রানীতলা থানা (Ranitala PS) এলাকার বেনুপুরের ঘটনা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আগুন লাগার কারণ স্পষ্ট নয়।

Murshidabad Fire

এক স্থানীয় বাসিন্দা হিমা বিবি জানিয়েছেন, রাত ১১ টা নাগাদ এই ঘটনা ঘটেছে। কী থেকে এই আগুন লেগেছে জানা যায়নি। দুটো বাড়ি আগুনে পুড়ে গিয়েছে। আমরা চাই সরকার থেকে সাহায্য করা হোক। পাশের বাড়ির এক বাসিন্দা রূপালী খাতুন জানিয়েছেন, চিৎকার শুনে আমরা যায়। বাইরে বেরিয়ে দেখছি একতলা ছাদের সমান আগুন। বাচ্চাদের নিয়ে দৌড়ে বেরিয়ে যায়। শয়ন আলির তিন সন্তান আদিল (৯), সাহিল (৯) ও সাজিদার (৭) পুড়ে মারা গিয়েছে।

আরও পড়ুনঃ Kolkata Sairang Express: চলতে শুরু করল মিজোরাম থেকে কলকাতা ট্রেন, কাল দুপুর ১ টায় থামবে বহরমপুরে

Fire Took 3 Lives in Murshidabad স্থানীয় বিধায়ক রেয়াত হোসেন সরকার ঘটনাস্থলে শনিবার রাতে জানান, রাত ১২ টা ৫ মিনিটে রানীতলা থানার ওসি আমাকে ফোন করেন। আমি যে অবস্থায় ছিলাম। সেই অবস্থাতেই রওনা দিয়েছি। যমজ দুই ভাই সহ তিন শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনা।  দুই ভাইইয়ের নয় বছর বয়স। মেয়েটার ৭ বছর বয়স। তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। এদের বাবা এখানে নেই। কলকাতায় থাকেন। তাঁকে খবর দেওয়া হয়েছে।