এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

শর্ট সার্কিট থেকে পাটের গুদামে আগুন, ছাই লক্ষ টাকার সোনালী তন্তু

Published on: November 30, 2023

নিজস্ব সংবাদদাতা, বেলডাঙাঃ দাউ দাউ করে জ্বলছে গুদাম ঘর। আকাশ ঢেকেছে ধোঁয়ায়। যে দিকে দু-চোখ যায় কেবল আগুনের লাল শিখা। এমনই এক রোমহর্ষক ঘটনা ঘটল বেলডাঙা থানার ছাপাখানা এলাকায়। জানা গিয়েছে বুধবার গভীর রাতে বেলডাঙায় এক পাটকাঠি গুদামে আগুন লেগে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ছাপাখানার ঐ এলাকায় পাট মজুত করে রাখা হত। স্থানীয়দের অনুমান শর্টসার্কিটের কারণে গুদামে আগুন লেগেছে। এবং সেই আগুন ছড়িয়ে পরে অন্য গুদামেও। পুড়ে ছাই হয়ে যায় লক্ষাধিক টাকার পাট। মঙ্গলবার মাঝরাতে স্থানীয়দের প্রথম নজরে আসে সমস্ত ঘটনাটি। চেষ্টা করেন আগুন নেভানোর। কিন্তু চোখের নিমিষে আগুন চারিদিকে ছড়িয়ে যায় যার ফলে উদ্ধার করা সম্ভব হয়নি বাকি পাটগুলিও। অগ্নিকান্ডের টনায় আতঙ্কিত হয়ে পরেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। বেশ কিছুক্ষনের চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। এই বছর জেলার পাট চাষিরা দাম পাননি পাটের। তার ওপর এত টাকার পাট পুড়ে যাওয়ায় মাথায় হাত পাট মালিকদের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now