এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

জলঙ্গিতে রাতের অন্ধকারে বিধ্বংসী আগুনে ভস্মীভূত বাড়ি

Published on: May 30, 2023

নিজস্ব সংবাদদাতা, জলঙ্গিঃ ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হল বাড়ি। সোমবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলঙ্গির ফরিদপুর হাইস্কুল পাড়া এলাকায়। আগুনে ভস্মীভূত হয়ে যায় একটি বাড়ির সমস্ত কিছুই। জানা গিয়েছে, এদিন রাতে ফরিদপুর হাইস্কুল পাড়া এলাকায় আশিক দফাদারের বাড়িতে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেই সময় ওই বাড়িতে কেউ ছিলেন না।

আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন। তবে প্রথমে আগুনের প্রবল তাপে কেউ কাছে ঘেষতে পারেননি। কিছুক্ষন পর স্থানীয়রা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুরে ছাই হয়ে যায় বাড়ির দুটি ঘর। ঘরে থাকা প্রয়োজনীয় নথি, আসবাবপত্র, খাদ্য সামগ্রী থেকে ক্যাশ টাকা সমস্ত কিছুই পুড়ে নষ্ট হয়ে যায়।

কিভাবে আগুন লাগলো তা বুঝে উঠতে পারছেন না ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। আগুনে সব হাড়িয়ে দিশেহারা পরিবার। আগুনে ক্ষতিগ্রস্ত মাথা গোঁজার ঠাঁই হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন গৃহকর্ত্রী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now