Farming in Murshidabad মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। সেই মতো সকাল থেকে মেঘলা আকাশ। কোথাও কোথায় হালকা ও মাঝারি বৃষ্টি হয়। চৈত্রের অকাল বর্ষনে গরম থেকে রেহাই পাওয়া গেলেও চাষবাসের ক্ষেত্রে এই বৃষ্টির এক ফোঁটা যেন অভিশাপ। অকাল বৃষ্টিতে রবি ফসলের ক্ষতির আশঙ্কা প্রবল। আলু, পেঁয়াজ, সর্ষে, মরশুমি বিভিন্ন সবজি থেকে গম– চাষ নিয়ে চাষিদের মাথায় হাত। বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার দাপটে আমের মুকুলও নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা। এখন জমি থেকে গম কাটার তোরজোড়ও চলছে। আর এই সময়ে বৃষ্টি হওয়ায় গম নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। চাষিদের আশঙ্কা এই বৃষ্টিতে আমের মুকুল নষ্ট হয়ে গেল। ঝোড়ো হাওয়ায় গম জমিতেই নষ্ট হবে। প্রাকৃতিক দুর্যোগে মাথায় হাত চাষিদের।
Farming in Murshidabad আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ায় সম্ভবনা রয়েছে। তবে লাগাতার বৃষ্টি হলে কীভাবে সামাল দেবেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কৃষিজীবী মানুষদের কাছে। আপাতত হাওয়া বদলের অপেক্ষার প্রহর গুনছেন মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলের চাষিরা।