বহরমপুরে কৃষক, শ্রমিকদের মিছিলে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি ধুন্ধুমার

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ বহরমপুরে সিপিএমের খেত মজুর, শ্রমিকদের মিছিলে ধৈর্য্য হারিয়ে টিয়ার গ্যাস ছুড়লো পুলিশ। মিছিলে শামিল দলীয় কর্মীদের উপর লাঠিচার্জ করতেও পিছিয়ে ছিল না বহরমপুরের পুলিশ, অভিযোগ বাম নেতৃত্বের। পাল্টা ইঁট ছুঁড়েছেন মিছিলের মানুষজনও। গুরুতর আহত বেশ কয়েকজন কর্মীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই।

বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে সিপিএমের খেত মজুর, শ্রমিকদের আইন অমান্য অভিযান ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। ছোট জনসভা শেষে উপস্থিত কর্মীরা মিছিল করে আইন অমান্য কর্মসূচির উদ্দেশ্যে এগিয়ে যায়। সকাল থেকেই ত্রিস্তরীয় লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছিল পুলিশ। সেই ব্যারিকেড টপকাতে যাওয়ার পরেই পুলিশ একের পর এক টিয়ার গ্যাস ছুড়ে মিছিলে শামিল হওয়া কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। আহত হয় বেশ কয়েকজন সিপিএম কর্মী সদস্য, দাবি সিপিএমের। ঘটনার পরপরই পুলিশ ধর পাকড় শুরু করে । অনেককেই পিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যায় পুলিশ।