বাংলা শস্য বিমার বাইরে কলাই, ক্ষতি ৫ হাজার বিঘে জমির চাষে
নিজস্ব প্রতিবেদনঃ যেভাবে দিনের পর দিন রাসায়নিক সারের দাম বাড়ছে তাতে অনেকেই চাষ করতে চাইছেন না। সেই অর্থে চাষ লাভজনক হচ্ছে না। তার চেয়ে বিকল্প হিসেবে রাজমিস্ত্রি বা অন্য ক্ষেত্রে মজুর খেটে তুলনায় বেশি রোজগার হচ্ছে। তার উপরে প্রাকৃতিক দুর্যোগ এলে মাথায় হাত দিয়ে বসে পড়তে হয়। ঠিক এই অবস্থা এখন মুর্শিদাবাদের সাগরপাড়ার ধনিরামপুর, জয়পুর, বালিবোনা, দেবীপুর, মহিষমারী সহ বিস্তীর্ণ এলাকায়। সেখানে কলাই চাষ এবার ব্যাপক ক্ষতির মুখে। একনাগাড়ে ভারী থেকে বিক্ষিপ্ত বৃষ্টিতে বিঘার পর বিঘা জমি জলমগ্ন। এক হাঁটু জলে ডুবে কলাই ক্ষেত। ফলে চাষিরা কার্যত সর্বনাশের মুখে দাঁড়িয়েছেন। চোখের সামনে কলাই গাছ জলে পচে যাচ্ছে, অথচ করার কিছু নেই! দেবীপুর উত্তরপাড়ার বাসিন্দা জীবন মণ্ডল আক্ষেপের সুরে জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে এবার তাঁর জীবনও দুর্যোগে ভরেছে। দুই বিঘা জমিতে কলাই চাষ করেছিলেন। সার, বীজ, শ্রমিকের খরচ- সব মিলিয়ে সর্বস্বান্ত হয়েছেন। জানা গিয়েছে, ওই এলাকায় ভাদ্র মাসে লাগানো এই মাষকলাই প্রায় ৫০০০ বিঘে জমিতে চাষ হয়। চর এলাকায় চাষ হয়। ফলে বড় ক্ষতির মুখে কৃষকরা।
তবে এই বিষয়ে জলঙ্গী ব্লকের সহ কৃষি অধিকর্তা অরিত্র সাহা বলেন, বুধবার অফিস খুললে এই বিষয়ে রিপোর্ট নেব। কলাই বাংলা শস্য বিমার মধ্যে অন্তর্ভুক্ত নয়। ধানে কারও ক্ষতি হলে তাঁরা সাহায্য পাবেন।
Sagarpara Kolai chas News গ্রামের আরও বহু কৃষকের একই অবস্থা। বৃষ্টি থেমে গেলেও জমিতে এখনও জল নামেনি। এই জলমগ্ন অবস্থার কারণে কলাই গাছের শিকড় পচে যাচ্ছে। ক্ষেতেই সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি সঠিক জলনিকাশি ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। কেউ কেউ ইতিমধ্যেই ভাবছেন, আগামী মরশুমে আর কলাই চাষ করবেন না। কারণ একবারের এই ক্ষতি সামলানোই তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
Sagarpara Kolai chas News কৃষক মহলে আতঙ্ক, এই ক্ষতির প্রভাব আগামী মরশুমেও পড়বে। একদিকে চাষের খরচ বাড়ছে, অন্যদিকে ফসল ঘরে তোলার আগেই মাঠে পচে যাচ্ছে। তাই সরকারি সহায়তা ছাড়া পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয় বলে দাবি চাষিদের। এখন কৃষকদের একমাত্র আশা, সরকারি ক্ষতিপূরণ বা বিশেষ সাহায্য। না হলে সাগরপাড়ার কলাই চাষিদের অনেকেই ঋণের বোঝা বইতে-বইতে আর চাষে নামতে চাইবেন না বলেই শঙ্কা।
Sagarpara Kolai chas News কৃষক জীবন মন্ডল বলেন, আমার ২ বিঘা ৫ কাঠা জমি। কিছু নেই। সব নষ্ট হয়ে গিয়েছে। এখনও জমিতে হাঁটুর নীচে জল জমে রয়েছে। যা পরিস্থিতি কলাই হবে না। এতো বৃষ্টিতে কলাই হয়? সরকার সাহায্য করলে খুব ভালো হয়।