Farakka Verdict শিশুর ওই পরিণতি ! জঙ্গিপুর আদালত শোনাল চরম সাজা

Published By: Imagine Desk | Published On:

Farakka Verdict   মুর্শিদাবাদের ফারাক্কায় শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের পৈশাচিক ঘটনার ৬১ দিনে   সাজা ঘোষণা হল শুক্রবার। জঙ্গিপুর আদালতে অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক অমিতাভ মুখার্জীর এজলাসে এই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া দীনবন্ধু হালদারকে ফাঁসি ও শুভজিৎ হালদারকে যাবজ্জীবন সাজার নির্দেশ দেওয়া হল। বৃহস্পতিবারই দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল জঙ্গিপুর আদালত।

Farakka Verdict    সরকারি আইনজীবী  বিভাস চ্যাটার্জী জানান, ” দু মাসের এই লড়াই শেষ হল। স্টেটের তরফে মৃত্যুদণ্ড চেয়েছিলাম। মহামান্য আদালত সব দিক বিচার করে শুভজিৎ হালদারকে যাবজ্জীবন দিয়েছে। POCSO Act এ যাবজ্জীবন সাজা অর্থাৎ যত দিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত হেফাজতে থাকতে হবে বেরোতে পারবে না। আর দীনবন্ধু হালদার যার রোল এই মামলায় ভয়ঙ্কর ছিল তাঁকে মৃত্যুদণ্ড।

Farakka Verdict  গত ১৩ই অক্টোবর দশমীর সকালে ফারাক্কায় ফুল দেওয়ার নাম করে শিশুটিকে অপহরণ করে ধর্ষণ, চরম শারীরিক নির্যাতন চালানো হয় এবং খুন করা হয় শিশুকে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ফারাক্কা থানায় লিখিত অভিযোগের পরেই গ্রেফতার করা হয় প্রতিবেশী দীনবন্ধু হালদারকে। পরে শুভজিত হালদারকে গ্রেপ্তার করে পুলিশ। দুজন মিলেই ঘটিয়েছিল ওই ঘটনা। তদন্তে জঙ্গিপুরের এস.পি আনন্দ রায়ের নেতৃত্বে গঠিত হয় সিট । ২১ দিনের মধ্যে আদালতে জমা পড়ে চার্জশিট। বৃহস্পতিবার ২ জনকেই দোষী সাব্যস্ত করে আদালত। অবশেষে ঘটনার ৬১ দিনে  হল সাজা ঘোষণা।