এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Farakka STF Arrest ফারাক্কায় এসটিএফের জালে তিন

Published on: February 23, 2025
Farakka STF Arrest

Farakka STF Arrest ফারাক্কায় মাদক পাচারের সময় এসটিএফের হাতে ধৃত ভিনরাজ্যের তিন পাচারকারী । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কেজি ১০ গ্রাম হেরোইন। জানা গিয়েছে গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে রবিবার ভোর রাতে নিউ ফারাক্কা NEW FARAKKA  মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায় এসটিএফ। সেখানে বাস থেকে নামতেই তিনজনকে পাকড়াও করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ হেরোইন। গ্রেপ্তার করা হয় মহম্মদ ফরমান, আলতাফ আলাম ও মহম্মদ আজিজকে। ধৃতরা সকলেই ঝাড়খন্ডের Jharkhand বাসিন্দা।

Farakka STF Arrest এই মাদক গুয়াহাটি  থেকে ঝাড়খন্ডে পাচার করা হচ্ছিল বলে এসটিএফ সূত্রে জানা গিয়েছে। এদিন ধৃতদের ফারাক্কা থানার পুলিশের হাতে তুলে দেয় এসটিএফ। ধৃতদের ৭ দিনের হেফাজতে চেয়ে জঙ্গিপুর কোর্টে পাঠায় পুলিশ। এই মাদক পাচার চক্রের সাথে আর কারা যুক্ত তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now