এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Farakka Station ফারাক্কা ষ্টেশনে এ কী ছবি !

Published on: June 10, 2024
Farakka Station

Farakka Station সাত সকালে ফারাক্কা স্টেশনে চক্ষু চরকগাছ। বিদ্যুতের খুঁটিতে উঠে পড়লেন  এই ব্যক্তি । স্থানীয়দের ধারণা, নিউ ফরাক্কা ষ্টেশনে New Farakka  বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা করেন  এক ব্যক্তির। আরপিএফ ও রেল কর্মীদের সহযোগিতায় উদ্ধার করা হয়  ওই ব্যক্তিকে । কী  কারণে এমন কান্ড ঘটনা তা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা চালাচ্ছে আরপিএফ । জানা গিয়েছে সোমবার সকালে নিউ ফরাক্কা রেল Rail  ষ্টেশনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির উপর উঠে রেল লাইনের বিদ্যুতের খুঁটিতে উঠে পরে এক ব্যক্তি । দেখতে পেয়ে বিদ্যুত সংযোগ বন্ধ করে দেওয়া হয় । আটকে পরে মালগাড়ি । আরপিএফ ও রেল কর্মীরা ওই ব্যক্তিকে বিদ্যুৎ এর খুঁটি থেকে নিচে নামিয়ে নিয়ে আসে। আরপিএফ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি আসামের বাসিন্দা, কেরালা থেকে কাজ সেরে ফেরার পথে এই কান্ড ঘটিয়েছে।  এদিন আরপিএফ ও রেল কর্মীদের তৎপরতায় রক্ষা পায় ওই ব্যক্তি। একটু দেরি হলেই প্রাণঘাতীও ঘটতে পারতো।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now