Farakka School প্রাথমিক স্কুলের পাশে বড় বড় গর্ত। সেই গর্তে থৈ থৈ করছে বৃষ্টির জল। গর্ত পেড়িয়ে বিপজ্জনক ভাবে পড়ুয়াদের যেতে হচ্ছে মিডডেমিল ও জল আনতে। ঘটতে পারে বিপদ। এনিয়ে অসতুষ্ট স্থানীয়রা। জানা গিয়েছে কয়েক মাস ধরে ফারাক্কার ব্লকের বাহাদুরপুর পঞ্চায়েতের ৯০ নম্বর তালিপুর প্রাইমারি বিদ্যালয়ের পাশে খোঁড়া হয়েছিল গর্ত। সেই গর্তে বৃষ্টির জল জমায় যে কোন সময় ঘটতে পারে বিপদ।
স্কুল কতৃপক্ষের দাবি নতুন স্কুল ভবনের কাজের জন্য এই গর্ত তৈরি করা হলেও সেই কাজ থমকে রয়েছে। তবে জমা জলে বিপদ ঘটতে পারে সেই আশঙ্কার কথা উর্ধোতন কতৃপক্ষকে জানিয়েছেন বলে জানান স্কুলের সহকারী শিক্ষক। জমা জলে ছোট ছোট শিশুরা পরে গেলে যে কোন মহুর্তে বিপদ ঘটতে পারে। বিপদ ঘটলে সেই দায় কার তা নিয়ে প্রশ্ন উঠছে।