Farakka School প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে পদ হারালেন শিক্ষক!

Published By: Imagine Desk | Published On:

Farakka School  ফারাক্কা হাইস্কুলে প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত শিক্ষক, নেতাকে পদ থেকে সরালো তৃণমূল কংগ্রেস। তৃনমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষা সেলের রাজ্য সহ সম্পাদক পদ থেকে সরানো হল তারিফ হোসেনকে। গত শুক্রবার ফরাক্কা হাইস্কুলে অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিং চলাকালীন আক্রান্ত হন প্রধান শিক্ষক মনিরুল ইসলাম।

Farakka School এই ঘটনায় তৃণমূল নেতা ও স্কুল পরিচালন সমিতির সভাপতি-সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। FIR এ নাম রয়েছে তৃণমূলের শিক্ষক সংগঠনের রাজ্য সহ সম্পাদক তারিফ হোসেন, ফারাক্কার তৃণমূল নেতা অরুণময় দাসেরও। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সুজন স্বর্ণকার নামে এক শিক্ষককে।

Farakka School বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের চেয়ারম্যান ব্রাত্য বসু তৃনমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষা সেলের নতুন পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষণা করেন। সেই কমিটি থেকে বাদ গিয়েছেন ফারাক্কার শিক্ষক সেলের নেতা তারিফ হোসেন। ফারাক্কা স্কুল কাণ্ডের জেরেই তড়িঘড়ি এই পদক্ষেপ বলে জল্পনা রাজনৈতিক মহলের।