Farakka Sailing Expedition ফারাক্কা থেকে কলকাতা! পালতোলা নৌকায় সচেতনতার বার্তা

Published By: Imagine Desk | Published On:

Farakka Sailing Expedition ভারতের নদী, সংস্কৃতির জননী- এই বার্তা নিয়েই এই প্রথম শুরু হয়েছে কানপুর থেকে কলকাতা বিশেষ পালতোলা অভিযান ২০২৫। তারই অঙ্গ হিসেবে মুর্শিদাবাদের ফারাক্কা থেকে কলকাতা অবধি কর্মসূচীর সূচনা হয়ে গেল শনিবার। নদী রক্ষার বার্তা নিয়ে নতুন উদ্যোগ এনসিসি National Cadet Corps (NCC) র। এনসিসির পক্ষ থেকে বিশেষ পালতোলা অভিযান শুরু হল মুর্শিদাবাদের ফারাক্কায়।

Farakka Sailing Expedition শনিবার সকালে এনসিসি ও সেনাবাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে ফারাক্কা ফিডার ক্যানেল ঘাট থেকে শুরু হল বিশেষ পালতোলা অভিযান। এই অভিযাত্রীরা নদী পথে কলকাতায় পৌছবেন ২০ শে ডিসেম্বর। নদীর যাত্রা পথে ছুঁয়ে যাবেন একের পর এক শহর। সচেতনতার বার্তা দেওয়া হবে সাধারন মানুষকে। নদী বাঁচাতে ও দূষণমূক্ত রাখার বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এনসিসির পক্ষ থেকে। সেকেন্ড বেঙ্গল নেভি ইউনিটের কমান্ডিং অফিসার কমান্ডার নাশির আহম্মেদ আজিজ জানান, “ভারতের নদী সংস্কৃতির জননী। নিজেদের সংস্কৃতির সাথে আমাদের জুড়ে থাকতে হবে। এই বার্তাই আমরা দিতে চাই”।