Farakka নতুন বেতন চুক্তি কি স্বস্তি দিল ঠিকা শ্রমিকদের ?

Published By: Imagine Desk | Published On:

Farakka দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধির দাবীতে পথে নামেন ঠিকা শ্রমিকরা। অবশেষে চূড়ান্ত হল বেতন চুক্তি। মুর্শিদাবাদেফরাক্কায় আম্বুজা সিমেন্ট কারখানার ইউনিয়ন ও ম্যানেজমেন্টের মধ্যে ৪ বছরের বেতন চুক্তি চূড়ান্ত করা হল গত ১২ ই আগস্ট। যে চুক্তিতে উভয়পক্ষের স্বাক্ষর ১৪ই আগস্ট। এই বেতন চুক্তি ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৮সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত কার্যকর হবে। এই চুক্তির ফলে আম্বুজা সিমেন্ট কারখানার প্রায় ৩০০জন ঠিকা শ্রমিক লাভবান হবেন বলেই আশা করা হচ্ছে। চার বছরের চুক্তিতে অদক্ষ ও দক্ষ শ্রমিকরা ক্রমান্বয়ে ৮হাজার টাকা থেকে ১৫হাজার টাকা বাড়তি পাবেন।

Farakka  উল্লেখ্য, ২০২২ সালে তিন বছরের বেতন চুক্তিতে অদক্ষ ও দক্ষ শ্রমিকদের মাত্র ১৫০০টাকা থেকে ৩০০০টাকা বেতন বাড়ে বলে অভিযোগ । বাম শ্রমিক সংগঠন CITU অধিকাংশ শ্রমিকদের মতামত নিয়ে গত বেতন চুক্তির বিরোধিতা করে। লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এবছর বেতন চুক্তিতে শ্রমিকদের মধ্যে খুশির হাওয়া । ১৫ই আগস্ট, স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের পর শ্রমিকরা মিষ্টি মুখে আনন্দ ভাগ করে নেন। এই চুক্তিতে CITU আম্বুজা সিমেন্ট ঠিকা শ্রমিক ইউনিয়ন প্রধান ভূমিকা পালন করেছে বলেই মত শ্রমিকদের। পাশাপাশি INTUCও এই চুক্তিতে স্বাক্ষর করেছে বলেই জানা গেছে।