Farakka Rally ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান তুলে মিছিল ফরাক্কায়

Published By: Imagine Desk | Published On:

Farakka Rally আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের Donald Trump  বিরুদ্ধে স্লোগান তুলে মুর্শিদাবাদের ফরাক্কায় মিছিল করল সিআইটিইউ CITU । মিছিল থেকে স্লোগান ওঠে, বিশ্বজুড়ে ভারতের অবাধ বাণিজ্য নীতির উপর ট্রাম্পের দাদাগিরি রুখে দাও। ভারতীয় পন্যের উপর ট্রাম্পের একতরফা ৫০% শুল্ক চাপানো চলবে না।

Farakka Rally  “নমস্তে ট্রাম্প” বন্দনার জন্য প্রধানমন্ত্রী মোদীকে  ধিক্কার জানানো হয় । মিছিল থেকে সিআইটিইউ নেতা দিলীপ মিশ্র বলেন, কেন্দ্রীর সরকারের নীতির প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমাদের দেশের নীতির উপর আমেরিকার সরকার হস্তক্ষেপ করছে। এটা মেনে নেওয়া যায় না।

 

See also  নির্বাচিত হল জেলা বিজেপির নতুন যুব সভাপতি