Farakka Rally আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের Donald Trump বিরুদ্ধে স্লোগান তুলে মুর্শিদাবাদের ফরাক্কায় মিছিল করল সিআইটিইউ CITU । মিছিল থেকে স্লোগান ওঠে, বিশ্বজুড়ে ভারতের অবাধ বাণিজ্য নীতির উপর ট্রাম্পের দাদাগিরি রুখে দাও। ভারতীয় পন্যের উপর ট্রাম্পের একতরফা ৫০% শুল্ক চাপানো চলবে না।
Farakka Rally “নমস্তে ট্রাম্প” বন্দনার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধিক্কার জানানো হয় । মিছিল থেকে সিআইটিইউ নেতা দিলীপ মিশ্র বলেন, কেন্দ্রীর সরকারের নীতির প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমাদের দেশের নীতির উপর আমেরিকার সরকার হস্তক্ষেপ করছে। এটা মেনে নেওয়া যায় না।