Farakka Nishindra Katan পাহাড়ি জলে তলিয়ে গিয়েছে রাস্তা। সেই রাস্তা পার করে স্কুলে যাওয়ার পথেই বিপত্তি। ফারাক্কার নিশিন্দ্রা কাটানে বৃহস্পতিবার সকালে ঘটল বিপত্তি। ঝাড়খণ্ডের পাহাড়ের ঢাল বেয়ে জল নামায় নিশিন্দ্রা কাটানের রাস্তা প্লাবিত। রাস্তার উপর দিয়ে বইছে প্রবল জলস্রোত। সেই জল পেড়িয়ে সাইকেল নিয়ে যাওয়ায় সময় স্রোতে ভেসে যায় এক ছাত্র । কোন রকমে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
Farakka Nishindra Katan প্রতিবছরই ঝাড়খন্ডের পাহাড়ি জলে নিশিন্দ্রা কাটানের উপর দিয়ে জল বয়ে যায়। নিশিন্দ্রা কাটান ঝাড়খন্ড ও ফারাক্কার যোগাযোগের অন্যতম রাস্তা। সেই রাস্তার উপর দিয়ে জল যাওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে যায়, এবারেও একই ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানে নিশিন্দ্রা কাটানে ব্রিজের দাবি করে আসছেন স্থানীয়রা। যদিও ব্রিজ না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। এই পাহাড়ি জলে প্লাবিত হয়েছে ফারাক্কার কেদুয়া, তিলডাঙ্গা, নিসিন্দ্রা বিভিন্ন গ্রামের একাধিক এলাকা ।
Farakka Nishindra Katan স্থানীয় বাসিন্দা আসিফ ইকবাল বলেন, এই এলাকার মানুষের প্রতি বছরের সমস্যা। আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি এলাকায় ব্রিজের। এটা ঝাড়খন্ড ও বাংলার যোগাযোগের একমাত্র ভরসা। জীবন হাতে নিয়েই ঝুঁকির পারাপার করতে হয় গাড়ি চালক থেকে স্থানীয়দের। কিছুক্ষন আগেই এক স্কুল ছাত্র স্কুল যাওয়ার পথে জলের তোড়ে ভেসে গিয়েছিল। বিধায়ক ২০২১ এর ভোটের আগে এখানে ব্রিজের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ব্রিজ আজও হল না। চার বছর বিধায়ক হয়ে গেলেও আজও ব্রিজ তৈরি হয়নি।