এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Farakka News ফারাক্কা ষ্টেশনে উদ্ধার লক্ষ লক্ষ টাকার জালনোট! গ্রেপ্তার ২

Published on: October 24, 2025

Farakka News প্রায় তিন লক্ষ টাকার জালনোট উদ্ধার নিউ ফারাক্কা জংশন স্টেশনে। দুজনকে গ্রেপ্তার করেছে জিআরপি। ধৃতরা মালদার বাসিন্দা।

 

কোথা থেকে উদ্ধার হল এই জালনোট ?

Farakka News জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ফারাক্কা স্টেশনের এক নম্বর প্লাটফর্ম থেকে দুজনকে আটক করে জিআইপি। তল্লাশি চালাতেই ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ২ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকার জালনোট। ধৃত সুজিত দাস মালদার বৈষ্ণবনগর এবং রবিউল সেখ মালদার কালিয়াচকের বাসিন্দা। ফারাক্কা জিআরপির আইসি প্রসান্ত রায় জানান, এই নোট তারা হাত বদলের উদেশ্যে এসেছিলেন। নোট গুলি দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া নোট গুলি সবই ৫০০ টাকার নোট।

Farakka News এই জালনোট পাচার চক্রের সাথে আর কারা জড়িত তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। শুক্রবার ধৃতদের সাত দিনের হেফাজতে চেয়ে জঙ্গিপুর কোর্টে পাঠান হয়।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now