Farakka News ফরাক্কা ব্যারেজ পেরোতেই বাইকে ধোঁয়া, তারপর যা হল ! দেখে থ ফরাক্কার মানুষ। আতঙ্কে বাইক চালকও। বুধবার সকালে ফরাক্কা থানার এনটিপিসি NTPC মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে এই ঘটনা ঘটেছে। বাইক চালক জানিয়েছেন, চলন্ত অবস্থাতেই বাইক থেকে ধোঁয়া উঠতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায়।
Farakka News আরও পড়ুনঃ NTPC Farakka কীভাবে উদ্ধার ? এনিটিপি ফরাক্কায় যা চলল সারাদিন…
Farakka News কী বলছেন বাইক চালক ?
বাইক চালক, মালদার চাঁচল ব্লকের বিডিও অফিসের ব্লক ইনফরমেশন অফিসার অমিয় মণ্ডল। বুধবার সকালে চাঁচল থেকে ফরাক্কার ব্রাহ্মণগ্রামে নিজের বাড়ি ফিরছিলেন তিনি । ফরাক্কা ব্যারেজ পেড়িয়ে এনটিপিসি মোড়ের কাছে আসতেই দেখেন, বাইকের ইঞ্জিন থেকে ধোঁয়া উঠছে। দ্রুত বাইক থামান। বাইক থেকে নামেন। কিছুক্ষণেই আগুন ধরে যায় বাইকে।
অমিয় মন্ডল বুঝছেন, ” প্রথমে ভাবি ইঞ্জিন গরম হয়েছে। বাইক দাঁড় করাই। হঠাৎ আগুন ধরে যায়। এখনও আতঙ্কে আছি”। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এনটিপিসি মোড়ে। কেন এই ধরণের ঘটনা ঘটল ? উঠছে প্রশ্ন।











