এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Farakka News ফের ভাঙনের আতঙ্ক ফরাক্কার এই গ্রামে

Published on: November 12, 2025
Farakka News

Farakka News  ভাঙছে নদীর পাড়। আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের।  ২০০০ এর ভয়াবহ নদী ভাঙনের স্মৃতি উস্কে  দিল বুধবারের ঘত্তটনা। নতুন করে গঙ্গা ভাঙনে উৎকণ্ঠায় ফরাক্কা ব্লকের ব্রাহ্মণ গ্রাম। স্থানীয়রা বলছেন ইতিমধ্যেই  প্রায় ১০০ মিটার এলাকা বিলীন হয়েছে গঙ্গা বক্ষে। বিপজ্জনক অবস্থায় রয়েছে নদী পাড়। যে কোন সময়ে ঘর, বাড়ি, জমি জায়গা তলিয়ে যাওয়ার উপক্রম। 

আরও পড়ুন- Murshidabad Erosion মুখ্যমন্ত্রীর চেক মুর্শিদাবাদের ১১০০ ভাঙন দুর্গতদের

 

Farakka News ভাঙন আতঙ্কে ফরাক্কার ব্রাহ্মণ গ্রাম 

Farakka News আতঙ্কে রয়েছেন ব্রাহ্মণ গ্রামের বাসিন্দারা। স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার থেকেই গঙ্গা পাড়ে ফাটল দেখা দিয়েছে। মুহূর্তের মধ্যেই  ভাঙন শুরু হয়। গ্রামের এক বাসিন্দা  মকলেসুর সেখ জানিয়েছেন তারা পরিবার পরিজন নিয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। সকাল থেকে রায় নদী পাড়েই আছেন। রাতে ঘুম নেই। 

ভাঙছে নদী পাড়

 

Farakka News মুর্শিদাবাদ জেলায় গঙ্গার তীরবর্তী ভাঙন এক অভিশাপ 

Farakka News স্থানীয়দের দাবি ২০০০ সালে ভয়াবহ গঙ্গা ভাঙন হয়েছিল। ভয়ঙ্কর সেই দিন আবার দেখতে হবে কিনা এই সংশয় রয়েছে শতাধিক অসংখ্য পরিবার। স্থানীয়রা জানান,  বোল্ডার দিয়ে বাঁধানো পাড়, তা সত্ত্বেও আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে।  গ্রামের বাসিন্দাদের দাবি, এখনই ভাঙন রোধে ব্যবস্থা গ্রহন করা হোক। তা না হলে ফের ভিটেমাটি হারা হওয়ার আশঙ্কা।

আরও পড়ুন Art Exhibition on Erosion: সামশেরগঞ্জ, তারানগর কি সমাজের ভাঙন? সুরাহা? প্রশ্ন ছুঁড়ল শিল্পীর তুলি 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now