Farakka News পুলিশের সাথে এই ব্যবহার ! জেলে তৃণমূলের উপপ্রধান

Published By: Imagine Desk | Published On:

Farakka News  ফারাক্কায় কর্তব্যরত অবস্থায় এক ট্রাফিক আধিকারিককে মারধরের অভিযোগে তৃণমূলের উপপ্রধানকে জেলে পাঠাল আদালত। ওই তৃণমূল নেতাকে শুক্রবার  গ্রেপ্তার করে  পুলিশ। কিন্তু কোন ঘটনায় ?  শুক্রবার বিকেলে সেই ঘটনাটি ঘটে নিউ ফারাক্কা মোড় New Farakka  এলাকায়। অভিযোগ বেওয়া ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল সেখ ট্রাফিকে কর্তব্যরত আধিকারিককে ঘুষি মারেন। অভিযুক্তকে তৃণমূল উপপ্রধানকে আটক করে ফারাক্কা থানায় নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে শুক্রবার বিকেলে তারিকুল সেখের পাট বোঝাই লছিমন ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় নিউ ফারাক্কা মোড়ে গাড়ি আটকায় ট্রাফিকের এএসআই তাপস ঘোষ। তখনই লছিমন চালক ফোন করে ডেকে পাঠান পাট মালিক তারিকুল সেখ। কেউ গাড়ি যেতে দেওয়া যাবে না এনিয়েই তারিকুলের সাথে বচসা বাঁধে ট্রাফিক আধিকারিকের। অভিযোগ তখনই বেওয়া ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল সেখ ট্রাফিক আধিকারিকের উপর হামলা চালায়। আঘাত লাগে ট্রাফিক আধিকারিকের।

Farakka News  ট্রাফিকের এএসআই তাপস ঘোষ জানান, টোটো বা লছিমন গাড়ি ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে চালান যাবে এই নির্দেশ রয়েছে। আমাদের এখানে একটা ফর্ম আছে সেখানে নাম ঠিকানা লিখে ছেড়ে দেওয়া হয়। গাড়ি চালককে সেটা করতেই বলা হয়েছিল। গাড়ি চালক মালিককে ফোন করে ডাকে। মালিক এসে আমার কাছ থেকে গাড়ির চাবি কেড়ে নিয়ে কলার ধরে মারধর করে।

Farakka News  যদিও অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত উপপ্রধান তারিকুল সেখ। তাঁর দাবি ট্রাফিক আধিকারিক তাঁর সাথে দুর্ব্যবহার  করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ। থানায় নিয়ে যাওয়া হয় অভিযুক্ত উপপ্রধানকে। ঘটনায় রাতেই ফারাক্কা থানার উপপ্রধানের নামে অভিযোগ দায়ের করেন আক্রান্ত ট্রাফিক আধিকারিক। শনিবার উপপ্রধানকে জঙ্গিপুর কোর্টে পাঠায় পুলিশ। ফারাক্কায় কর্তব্যরত অবস্থায় ট্রাফিক আধিকারিককে মারধরের ঘটনায় ধৃত তৃণমূলের উপপ্রধানকে ২৮ শে আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ জঙ্গিপুর এসিজেএম কোর্টের বিচার। সাথে এবং কেস ডায়েরি চেয়ে পাঠান হয়।