এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Farakka News: শৌচালয়েই সন্তান প্রসব প্রসূতির! এ কি অভিযোগ ফরাক্কায়?

Published on: December 13, 2025
Farakka News

Farakka News অমানবিক! এলাকা ভাগ করা আছে। তার ‘বাইরে’ হওয়ায় প্রসব যন্ত্রণায় (Labour Pain) ছটফট করা রোগীকে ভর্তি নেওয়া হল না।  হাসপাতালে শৌচালয়েই প্রসব হল। ফরাক্কায় (Farakka) বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ Giria Sekendra রঘুনাথগঞ্জের গিরিয়ায় ধুন্ধুমার। অভিযোগ-পাল্টা অভিযোগ। তরজা

Farakka News প্রসূতি তানজীমা খাতুনের বাবা আলম শনিবার বলেন, আমরা ঝাড়খন্ড থেকে প্রাইভেট গাড়িতে করে স্বাস্থ্যকেন্দ্রে এসেছি। বললাম রোগীর গুরুতর অবস্থা। কাগজ দেখে বললেন, খোসাল্পুর বাড়ি, আমতলা এলাকায়। এখানে ভর্তি হবে না। বল্লালুর হাসপাতালে ভর্তি হবে। ভর্তি নিতে বললে বলেন, তোমার কথায় ভর্তি করবো? ভর্তির পরে কিছু হলে কে দায় নেবে? আমার উপরে যে আছেন তাঁর অর্ডার ভর্তি নেওয়া নিষেধ। তালিকায় নাম লেখা আছে এসব এলাকার রোগীদের এখানে ভর্তি নেওয়া হবে না। ভর্তি না নিলেও আমার মেয়েকে ভিতরে নিয়ে যায়। পরে জানতে পারি শৌচালয়ে শিশুর জন্ম হয়েছে। সেখানে হাসপাতালের কোনও স্টাফ ছিল না। পরে একে-একে কাগজ নেওয়া হয়।

Farakka News

Farakka News  এই বিষয়ে বিজেপির যুব নেতা রৌনক সাহা বলেন, প্রসূতি মায়ের যখন খুব যন্ত্রণা হয়। উনি বাথরুমে গিয়েছিলেন। সব চেয়ে খারাপ বিষয় ওই প্রসূতি মায়ের সন্তান বাথরুমেই হয়। পশ্চিমবঙ্গের মানুষ আজ কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সবার একবার ভাবা ভালো।

Farakka News প্রসব যন্ত্রণায় কাতর মহিলাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি না নেওয়ার অভিযোগ। রেফারের চক্করে চূড়ান্ত অসহযোগিতায় স্বাস্থ্যকেন্দ্রের শৌচালয়েই সন্তান প্রসব অন্তঃসত্ত্বার! শনিবার সকালে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ফরাক্কার বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অন্তঃসত্ত্বা মহিলার বাবার অভিযোগ, সংকটজনক পরিস্থিতি হলেও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি নেওয়া হয়নি। ব্যাথায় মেয়ে শৌচালয়ে যেতেই সন্তান প্রসব হয়। সন্তান, মায়ের জীবনের ঝুঁকি, দায় কে নেবে?

Farakka News অভিযোগ, বল্লারপুর, জাফরগঞ্জ, আমতলা, রামরামপুর সহ একাধিক এলাকার সাব সেন্টার থেকে আসা রোগীদের বল্লালুর হাসপাতালে পাঠানোর নির্দেশ ব্লক স্বাস্থ্য আধিকারিকের। এই অভিযোগ নিয়েই সরব হন স্থানীয় বিজেপি যুব মোর্চা সভাপতি। স্বাস্থ্যকেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি নেতা। যদিও শৌচালয়ে প্রসবের ঘটনা অস্বীকার করেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। গোটা ঘটনার প্রেক্ষিতে পূর্ণ তদন্ত করা হবে বলে জানিয়েছেন ফরাক্কা ব্লক স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক মসিউর রহমান ।

Farakka News কী বলছেন বিএমওএইচ?

Farakka News তবে বিএমওএইচ মসিউর রহমান বলেন, সন্তান প্রসব শৌচালয়ে হয়নি। প্রসবের বেডেই হয়েছে। যদি দেখি কেও বলেছে এখান থেকে ওখানে যেতে হবে। ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আমাদের ফরাক্কাতে মাসে ৪ থেকে ৫০০ ডেলিভারি হয়। হয়তা মায়েরা বেড ঠিমতো হয় না। ওখানে একটি নতুন হাসপাতাল হয়েছে। তবে তার মানে এই নই, যে ভর্তি নেওয়া হবে না।

Farakka News এই ঘটনার পরেই বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলে প্রসূতির। পুত্র সন্তান ও মা দু’জনেই সুস্থ আছে বলেই জানা গিয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now