মিলন সরকারঃ ফারাক্কায় বোমা উদ্ধারের ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করেছে ফারাক্কা থানার পুলিশ। বোমা উদ্ধারের ঘটনায় শুক্রবার ওই মহিলাকে গ্রেফতার করেছে ফরাক্কা থানার পুলিস। পুলিশ সুত্রে জানা যায়, ধৃতের নাম আলজিরিয়া খাতুন। শুক্রবার দুপুর নাগাদ সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয় ওই মহিলাকে। বৃহস্পতিবার দুপুরে ফরাক্কার অর্জুনপুর এলাকায় নৌকা ঘাট লাগোয়া এক ব্যক্তির বাগান থেকে উদ্ধার হয় জার ভর্তি তাজা বোমা । ঘটনাস্থলে পৌঁছান ফিরাক্কার আইসি দেবব্রত চক্রবর্তী ও পুলিশের বাহিনি। এদিন সকালে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়।
Farakka News: ফারাক্কায় বোমাকান্ডে গ্রেফতার ১ মহিলা Murshidabad News
Published on: July 22, 2022















