Farakka News অ্যাম্বুলেন্স এল না সময় মতো। ছটফট করলেন প্রসূতি দেড় ঘন্টা পর অ্যাম্বুলেন্সে প্রসুতিকে নিয়ে যখন যাওয়া হল ততক্ষণে সময় পেড়িয়ে গিয়েছে। পথেই মৃত্যু হল প্রসুতির । রবিবার এই ঘটনার সাক্ষী থাকল ফারাক্কা।
Farakka News জানা গিয়েছে রবিবার সকালে প্রসব যন্ত্রণা নিয়ে ফারাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন প্রসূতি জামিলা খাতুন নামের ।
সেখানেই জন্ম দেন শিশুর। কিন্তু কয়েক ঘণ্টা পর অসুস্থ হয়ে পড়েন তিনি । অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকেরা তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে Jangipur Superspecialty Hospital রেফার করেন । কিন্তু কীভাবে নিয়ে যাওয়া হবে ? প্রসুতির পরিবার খোঁজ শুরু করেন অ্যাম্বুলেন্সের। মৃতের কাকা বরজাহান আলির দাবি অ্যাম্বুলেন্সের জন্য হাসপাতাল কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও অ্যাম্বুলেন্স মেলেনি । বারবার আবেদন কড়া হয়েছে। ছটফট করেছেন প্রসুতি।

Farakka News পরে প্রায় দেড় ঘণ্টা পর পরিবারের লোকজন বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করে জঙ্গিপুর নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় প্রসূতির। এদিন মৃতদেহ ফিরিয়ে নিয়ে এসে ফারাক্কা হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। খরব পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ। হাসপাতালের মেডিক্যাল অফিসার সামিম হোসেন জানিয়েছেন, অ্যাম্বুলেন্স ঠিক সময়ে আসলে হয়তো প্রাণে বেঁচে যেত প্রসূতি।
আরও পড়ুনঃ Farakka Barrage ফারাক্কা ব্যারেজে হঠাৎ থেমে গেল ট্রেন !









