এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Farakka News ফরাক্কার MLA -র বিরুদ্ধে থানার দ্বারস্থ BJP নেতা! কী অভিযোগ?

Published on: January 24, 2026
Farakka News

Farakka News ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে থানার দ্বারস্থ গেরুয়া শিবির! ২৪ জানুয়ারি ফরাক্কা থানায় লিখিত অভিযোগ জমা দেন বিজেপির দক্ষিন মালদা সাংগঠনিক জেলার সম্পাদক আয়ন ঘোষ, এমনটাই জানিয়েছেন তিনি।  বিজেপি নেতার অভিযোগ, ১৪ জানুয়ারি ফরাক্কায় বিডিও অফিসে এসআইআর শুনানি কেন্দ্রে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল। বিধায়কের নেতৃত্বে সেই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন- Farakka News ফরাক্কায় MLA র উপস্থিতিতেই ধুন্ধুমার BDO অফিসে

Farakka News ফরাক্কার বিধায়কের বিরুদ্ধে থানায় বিজেপি নেতা

Farakka News বিজেপির দক্ষিন মালদা সাংগঠনিক জেলা সম্পাদক আয়ন ঘোষ বলেন, “এসআইআর শুরু হওয়ার পর থেকে ফরাক্কায় যেভাবে ফরাক্কার বিধায়ক উস্কানিমূলক কথাবার্তা বলে যাচ্ছেন, ফরাক্কায় এসআইআরকে বন্ধ করার জন্য তাঁর যে প্রচেষ্টা উনি করেছেন, তাঁর নেতৃত্বে ব্লক অফিসে ভাঙচুর করা, নির্বাচন কমিশনের আধিকারিকদের চেয়ার ছুড়ে মারা, বিভিন্ন রকম বিষয় নিয়ে ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সাহেবের উপরে এফআইআর করতে ফরাক্কা থানায় আসি। ফরাক্কা থানার আইসি এসআইআর এ ব্যস্ত। কপি দিয়ে এসেছি। রিসিপ্টটা পরে দেবেন। উনি আমাদের সঙ্গে কোঅপারেট করবেন, এইটুকু আশ্বাস দিলেন। ”

ফরাক্কা থানায় বিজেপি দক্ষিন মালদা সাংগঠনিক জেলা সম্পাদক আয়ন ঘোষ

 

Farakka News বিজেপি নেতার অভিযোগের পাল্টা কী বললেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম?

থানায় বিজেপি। পাল্টা সুর চড়িয়েছেন তৃনমূল বিধায়ক মনিরুল ইসলাম। তিনি বলেন, “বিজেপির জন্যই এইসব হচ্ছে। বিজেপি এফআইআর কীসের জন্য করল, কোন আইনে করল? করল, করল, আমিও আইনের মাধ্যমে জবাব দেব। বিজেপি তো একটা দল। বিজেপি প্রশাসন নয়! প্রশাসন দেখছে ব্যাপারটা। বিজেপির এই ধরনের ভণ্ডামোর জবাব আমার কাছেও নেই। প্রশাসনের তরফে আমাকে কী বলবে! আমার অন্যায়টা কোথায়? আমি মানুষের স্বার্থে যদি এই ভুল আমাকে বারবার করতে হয়, তবুও করব কারণ মানুষের স্বার্থে। মানুষের পরিষেবা দেবে না! আর এমএলএ এরকম করেছে!”

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now