Farakka News জাতীয় সড়কে বিপর্যয়। ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুর্শিদাবাদের ফরাক্কার আলিনগরে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল একটি যাত্রীবাহী গাড়ি। দুর্ঘটনায় প্রাণ গেল এক স্কুল ছাত্রীর। আহত হয়েছেন দুজন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ফরাক্কা থেকে ধুলিয়ানের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় চার চাকা গাড়িটি। গাড়ির ভেতর থেকে যাত্রীদের কোনরকমে উদ্ধার করেন স্থানীয় লোকজন। একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষনা করেন। বাকি দুজন বর্তমানে চিকিৎসাধীন বলে জানা যায়।
Farakka News খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফরাক্কা থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, মৃতের নাম নাসরিন খাতুন। বাড়ি মালদার কালিয়াচক বলে জানা যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনার পর চালক পলাতক। বেপরোয়া গতি নাকি যান্ত্রিক গোলযোগ! দুর্ঘটনার কারণ জানতে তদন্তে ফরাক্কা থানার পুলিশ। দুর্ঘটনায় অকাল মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।