এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Farakka News বর্ষার আগে ভরা গঙ্গায় ছাড়া হল ৬২ হাজার মাছের চারা

Published on: May 27, 2025
Farakka News

Farakka News মুর্শিদাবাদের ফরাক্কার গান্ধীঘাট সংলগ্ন ‘ফারাক্কা হিলসা রেঞ্চিং স্টেশন’-এ মঙ্গলবার অনুষ্ঠিত হল বিশেষ কর্মসূচি। গঙ্গার আপস্ট্রিম অংশে প্রায় ৬২ হাজার মাছ ছাড়া হযল জলশক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং  ICAR – Central Inland Fisheries Research Institute, Barrackpore, kolkata and NTPC, Farakka-র আয়োজনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিপিসি-এইচপি ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার সহ এনটিপিসির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। এই কর্মসূচির মাধ্যমে গঙ্গায় ইলিশ মাছের প্রজনন ও পরিবেশ রক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়।

Farakka News বিভিন্ন প্রজাতির মাছের সংরক্ষণ এবং গঙ্গা নদীর পুনরুদ্ধারের দিকে মনোনিবেশ করতে এই মাছ ছাড়া হল। আইসিএআর-সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে কয়েক বছর ধরে গঙ্গায় মাছ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। মাঝ গঙ্গায় নৌকা করে গঙ্গায় ছাড়া হল রুই, কাতলা, মৃগেলের চারা। মৎসজীবীদের ইলিশ রেঞ্চিংয়ের কার্যপদ্ধতি ও গুরুত্ব ব্যাখ্যা করা হয়। গঙ্গা তীরবর্তী এলাকার মৎস্যজীবীদের নদীতে বিষ প্রয়োগ বা অন্য কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের ক্ষেত্রেও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়। গঙ্গায় দিন দিন কমছে মাছ, এর জেরে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্থ হচ্ছেন মৎস্যজীবীরা। মূলত মৎস্যজীবীদের আর্থিক দিক থেকে সামলম্বি করে তুলতেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Farakka News ICAR- CIFRI ডিরেক্টর ডঃ বি কে দাস জানান, “এই প্রকল্পের উদ্দেশ্য শুধুমাত্র গঙ্গায় মাছ ছাড়া নয়, বরং মৎস্যজীবীদের প্রশিক্ষণ দিয়ে সচেতন করে তোলা।” তিনি আরও জানান, যারা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তাঁদের বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে নদী ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বোঝানো হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে গঙ্গার পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় মৎস্যজীবীদের জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now