Farakka News ফারাক্কায় উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল বম্ব ডিসপোজাল স্কোয়াড। বৃহস্পতিবার সকালে ফারাক্কার ফিডার ক্যানলের পশ্চিম পাড়ে জোরপুকুড়িয়া এলাকায় রাস্তার পাশে জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল তাজা বোমা। একটি ব্যাগের মধ্যে রাখা ছিল বোমা। শুক্রবার দুপুরে স্থানীয় একটি বাগানে এই বোমা নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড।
Farakka News এই ঘটনায় জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ জানিয়েছেন, বিভিন্ন জায়গায় চলছে সার্চ অপারেশন, ধারাবাহিকভাবে এই অভিযান চলবে। যেখানে যত বোমা মজুত রয়েছে তা খুঁজে বের করে নষ্ট করা হবে। পুলিশ সুত্রে জানা গিয়েছে জোরপুকুড়িয়া এলাকা থেকে উদ্ধার হয়েছিল ১৫টি বোমা। এদিন সেগুলিই নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা কী কারনে বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।