Farakka News ফারাক্কায় ফের শিশুর উপর বর্বরতা ! গ্রেফতার ১

Published By: Imagine Desk | Published On:

Farakka News ফের এক শিশুকে যৌন নির্যাতন মুর্শিদাবাদের Murshidabad   ফারাক্কায় । ফারাক্কায় অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ১০ বছরের শিশুকে বাড়িতে এনে অত্যাচার করেছে এমনটাই অভিযোগ ওই প্রৌঢ়র বিরুদ্ধে। নাবালিকার চিৎকার শুনে ছুটে আসান স্থানীয়রা। তারপর তাকে গ্রেফতার করা হয়। সোমবার ধৃতকে আদালতে পেশ করা হয়। পকসো Protection of Children from Sexual Offences Act আইনে রুজু হয়েছে মামলা।

Farakka News আরও পড়ুন- ফারাক্কায় শিশুর উপর বর্বরতার ঘটনায় জমা চার্জশিট

এর আগে দশমীর দিন ফারাক্কায়  এই শিশুকে যৌন নির্যাতন করে খুন করা হয়। ওই ঘটনায় সোমবার ধৃতদের  আদালতে পেশ করা হয়েছিল।