Farakka News ভেজাল হলুদের Turmeric রমরমা! কারখানায় অভিযানেই হল পর্দাফাঁস

Published By: PRIYANKA DEB BISWAS | Published On:

Farakka News    চলতি বছরের সেপ্টেম্বর মাসেই মুর্শিদাবাদের সামসেরগঞ্জে হদিশ মিলেছিল ভেজাল হলুদ গুঁড়োর কারখানার।  হলুদ তৈরির কারখানার আড়ালে চলছিল ভেজাল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও বিভিন্ন মশলা তৈরির কাজ। এক মাসের মধ্যেই আবার ভেজাল হলুদের হদিশ!  এবার ঘটনাস্থল ফরাক্কা। প্রায় ১,৮৫০ কেজি ভেজাল হলুদ উদ্ধার হয়েছে,  গ্রেফতার করা হয়েছে এক যুবককে।

Farakka News
Farakka News

 

Farakka News কারখানায় অভিযান চালিয়ে হদিশ মেলে ভেজাল কারবারের

Farakka News শুক্রবার গভীর রাতে ফরাক্কা ব্লকের নয়েনসুখ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুলিগ্রাম এলাকায়  অভিযান চালায় পুলিশ। সেখানেই একটি হলুদ কারখানায় সামনে আসে ভেজাল কারবার।। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম এজজুর রহমান (২৯), বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কার খোদাবন্দপুর। গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে ডিইবি এবং ফরাক্কা থানার পুলিশ হলুদ কারখানায় অভিযান চালায়।

Farakka News
Farakka News

Farakka News  রাসায়নিক রঙ, লঙ্কা গুঁড়ো,  কয়েক বস্তা ধানও উদ্ধার হয়েছে

Farakka News  ভেজাল হলুদ তৈরীতে ব্যবহীত বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। প্রায় ৩.৫ কেজি রাসায়নিক রঙ, খোলা মেঝেতে পড়ে থাকা প্রায় ৪০ কেজি  ভেজাল লঙ্কা গুঁড়ো, ৫০ বস্তা ধান (প্রতিটির ওজন প্রায় ৪০ কেজি), খাবারের রঙের গুঁড়ো। কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে কোনও বৈধ অনুমোদনের নথি না মেলায় এজাজুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ফরাক্কা থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।  শনিবার ধৃতকে জঙ্গিপুর আদালতে তোলা হয়।  ভেজাল কারবার কতদিন ধরে চলছিল? আর কোথায় কোথায় ছড়িয়ে ভেজাল কারবার। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।

আরও পড়ুন-

Samserganj News মশলাও ভেজাল! গোপন ডেরায় পুলিশি হানায় গ্রেফতার ৬

See also  চাষ জমি থেকে উদ্ধার তাজা বোমা, হরিহরপাড়ায়