Farakka News ফরাক্কায় MLA র উপস্থিতিতেই ধুন্ধুমার BDO অফিসে । ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের MANIRUL ISLAM উপস্থিতিতে তাণ্ডব চলল ফরাক্কা বিডিও অফিসে। এসআইআর হিয়ারিং চলাকালীন বিডিও অফিসে ভাঙচুর করা হল। ভন্ডুল করে দেওয়া হল এসআইআরের শুনানি। শুনানির মাঝেই ইআরও’র চেম্বারেও চলে ভাঙচুর। যেখানে উপস্থিত ছিলেন খোদ বিধায়ক। ভাঙচুর চালানো হয় বিডিওর চেম্বারেও। ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের দাবি, সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন।
Farakka News কী হল ফরাক্কায় ?
SIR প্রক্রিয়ার নামে সাধারণ মানুষ ও বিএলওদের হেনস্থার অভিযোগ নিয়ে এদিন বিক্ষোভ দেখান বিধায়ক ও তাঁর অনুগামীরা। সেই বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বিডিও অফিস চত্বর। হিয়ারিং ক্যাম্পে ভাঙচুরের ঘটনাও ঘটল। অবিলম্বে এসআইআর প্রক্রিয়া বন্ধের দাবিতে স্লোগান ওঠে। বিধায়কের উপস্থিতিতে ক্ষিপ্ত একাংশ তুমুল ভাঙচুর চালায় বলে অভিযোগ। হামলার ঘটনায় যদিও ব্লক প্রশাসনের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি।
আরও পড়ুনঃ Murshidabad SIR সামসেরগঞ্জে BLOকেই শুনানির নোটিশ
মুর্শিদাবাদের বিধায়ক গৌরিশঙ্কর ঘোষের দাবি, তৃণমূল নেতারা সব জায়গাতেই গুন্ডামি করেন। এসআইআর না মানার কথা তাঁরা কীভাবে বলছেন ? বুধবার দুপুরে বেলডাঙাতে এসআইআরের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ । ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের। বিক্ষোভে শামিল বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামান, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী।বিধানসভা ভোটের আগে এসআইআর ইস্যুতে সরগরম হচ্ছে মুর্শিদাবাদের রাজনীতি।









