Farakka News রবিবার রাতে মুর্শিদাবাদের ফরাক্কায় উদ্ধার তৃণমূলের পঞ্চায়েত সমিতির FARAKKA PANCHAYAT SAMITI সদস্যের নিকট আত্মীয়ের দেহ। রাতেই ফরাক্কার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের জোরপুকুরিয়া গ্রামে উদ্ধার হয় আলম সেখের দেহ। আলম সেখের বৌদি হাসনারা বিবি, ফরাক্কা পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য। বাহাদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নির্বাচিত হন তিনি। আলম সেখের দাদা নবি সেখ এলাকার তৃণমূল নেতা।
আরও পড়ুনঃ ফরাক্কা ব্যারেজ পেরোতেই বাইকে ধোঁয়া, তারপর যা হল…
Farakka News কারা করল এই পরিণতি ?
রবিবার রাতে উদ্ধার হয় আলম সেখের দেহ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ফরাক্কা থানার পুলিশ। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে হবে ময়নাতদন্ত। ঘটয়ায় প্রশ্ন উঠেছে, কেন এই পরিণতি আলম সেখের ? পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরানো বিবাদের জেরেই এই ঘটনা। কে বা কারা এই ঘটনা ঘটাল সেই নিয়ে তদন্ত করছে পুলিশ।
মৃতের ভাই কাবিল সেখ জানান, দাদা রাতে ডিউটি করতে গিয়েছিল। সেই সময় এই ঘটনা ঘটানো হয়। পরিবারের ধারণা, আগে থেকেই ওঁত পেতে ছিল আততায়ীরা। প্রায় ৫ বছর আগে গ্রাম্য বিবাদের জেরেই এই ঘটনা বলে দাবি তাঁর।















