এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Farakka Mainul Haque প্রয়াত ফরাক্কার ৫ বারের বিধায়ক মইনুল হক

Published on: November 2, 2025
Farakka Mainul Haque

Farakka Mainul Haque প্রয়াত হলেন ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক ।  ফরাক্কা থেকে তিনি ৫ বার জিতে বিধানসভায় গিয়েছিলেন। প্রাক্তন কংগ্রেস বিধায়ক মইনুল হক পরে তৃণমূলে TMC  যোগ দিয়েছিলেন। ৬৩ বছর বয়সে তিনি প্রয়াত হলেন।  পরিবার সূত্রে জানা গিয়েছে, কলকাতার এক বেসরকারি হাসপাতালে  রাত ৩টা ১৪ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবিবার ফরাক্কার তিলডাঙায় হবে জানাজা।

আরও পড়ুনঃ কংগ্রেস ছাড়লেন মইনুল হক, ফারাক্কার প্রাক্তন বিধায়ক ছিলেন AICC সম্পাদক

বেশকিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মইনুল হক। কলকাতায় চিকিৎসা চলছিল। তবে ২ নভেম্বর প্রয়াত হলেন ফরাক্কার রাজনীতির এই বর্ণময় চরিত্র। ১৯৯৬ সাল থেকে ২০২১ অবধি দীর্ঘ ২৫ বছর ফরাক্কার বিধায়ক ছিলেন মইনুল হক।

Farakka Mainul Haque বর্ণময় রাজনৈতিক জীবন

১৯৯৬ সালেরর বিধানসভা নির্বাচনে ফরাক্কার সিপিএম বিধায়ক আবুল হাসনাৎ খানকে হারিয়ে সিপিএমের হাত থেকে এই আসন ছিনিয়ে নেন মইনুল হক। তারপর টানা ৬ বার কংগ্রেসের টিকিটে এই আসনে ভোটে লড়েছেন।  ৫ বার জিতেছেন।   ২০২১ সালে হারেন তৃণমূলের কাছে। তিনি  সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদকও ছিলেন। তবে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার আগে সেই পদ থেকে ইস্তফা দেন তিনি। ২০২১ এর সেপ্টেম্বরের শেষদিকেই যোগ দেন তৃণমূল কংগ্রেসে।

 

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now