Farakka incident মুর্শিদাবাদ- মালদা সীমান্ত দিয়ে কোথায় চলে যাচ্ছে মাদক? মাদক পাচার কাণ্ডে এবার পুলিশের জালে বিহারের তিন যুবক! রবিবার রাতে ফারাক্কার বিন্দুগ্রাম মেলার মাঠ সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করছিল সন্দেহভাজন তিন যুবক। পুলিশের নজরে পড়তেই প্রথমে হয় জিজ্ঞাসাবাদ! সেই জিজ্ঞাসাবাদেই অসঙ্গতি মেলায় গ্রেপ্তার করা হয় তিনজনকেই। জানা যায়, তিনজনেই বিহারের ভাগলপুরের বাসিন্দা। ধৃতদের তল্লাশি চালাতেই সামনে আসে আসল ঘটনা। উদ্ধার হয় ৩১৫ গ্রাম হেরোইন।
Farakka incident বিহারের তিন যুবক ফারাক্কায় কী মতলবে এসেছিল? তাহলে কি মাদক পাচারের উদ্দ্যেশ্য ছিল তাদের? হাত বদলের আগেই কি পুলিশের জালে ধরা ? পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত কুন্দন কুমার, গুলশান কুমার ও অমর কুমার ৩১৫ গ্রাম হেরোইন মালদা থেকে সংগ্রহ করেছিল। মাদক পাচারের ক্ষেত্রে কোথায় গন্তব্য ছিল? তার তদন্ত ইতিমধ্যেই শুরু করে ফারাক্কা থানা। সোমবার ধৃত তিন মাদক কারবারিকে ৭ দিনের পুলিশ হেফাজত চেয়ে কোর্টে পাঠায় পুলিশ। এই ঘটনায় ফারাক্কার এসডিপিও আমিনুল খান জানান, ” ধৃতদের জিজ্ঞসাবাদে কিছু তথ্য মিলেছে, কিছু অসঙ্গতি আছে। মালদার কোথা থেকে হেরোইন আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়ার টার্গেট ছিল- সবটাই হেফাজতে নিয়ে তদন্ত হবে।”