এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Farakka Hospital: অবশেষে ব্লক হাসপাতাল হবে ফারাক্কায়, হল শিলান্যাস

Published on: August 8, 2022
ফারাক্কা

মিলন সরকারঃ স্বাধীনতার এত বছরেও ব্লকে হয়নি সরকারি ব্লক স্তরের হাসপাতাল। এবার ব্লক হাসপাতাল পাচ্ছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লক। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জমি জটের কারণে আটকে ছিল ব্লক হাসপাতালের শিলান্যাসের কাজ। জমি জট কাটিয়ে সোমবার ব্লক হাসপাতালের শুভ শিলান্যাস অনুষ্ঠান আয়োজন করা হয় ফারাক্কায়। সোমবার সকালে ফরাক্কা ইমামনগর কৃষক বাজার এলাকায় অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। এদিন এই ব্লক হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠান হওয়ায় খুশি ফরাক্কার স্থানীয় বাসিন্দারা । স্থানীয়দের বক্তব্য ফরাক্কায় ব্লক হাসপাতাল হলে ফরাক্কার বাসিন্দাদের আর অন্য হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হবে না । এদিন এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের এসডিও শিঞ্জন শেখর , ফরাক্কার এসডিপিও ওয়াসিম খান, বিধায়ক মনিরুল ইসলাম, ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী। বিধায়ক মনিরুল ইসলাম বলেন, ব্লক স্বাস্থ্য কেন্দ্র হলে কৃষি মান্ডি, আইটআই কলেজ চালু হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now