Farakka Gram Panchayat: ভুয়ো বিল করে আত্মসাৎ সরকারি টাকা, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ ফারাক্কায়

Published By: Madhyabanga News | Published On:

মিলন সরকারঃ মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠল ফারাক্কায়। অভিযোগ, ভুয়ো বিল দেখিয়ে নয়ছয় হচ্ছে সরকারি টাকা। অভিযোগে ঘিরে চাঞ্চল্য ছড়াযল ফরাক্কার অর্জুনপুর এলাকায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, অর্জুনপুর পঞ্চায়েতের প্রধাণ বিগত চার বছর ধরে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির সাথে যুক্ত। লাল মহম্মদ বিশ্বাসের অভিযোগ, ৫ থেকে ১০ বছরের পুরোনো ঢালাই করা রাস্তার নাম পরিবর্তন করে অথবা সামান্য কিছু অংশে রাস্তা নির্মাণ করে ১০০ % নতুন রাস্তা দেখিয়ে বিল তুলে নেওয়া হয়েছে । পঞ্চায়েতের বিভিন্ন রাস্তার ধারে বৃক্ষরোপণের স্কিম বানিয়ে টাকা তোলা হয়েছে । জিও ট্যাগ করে বোর্ড বানিয়ে কোন বৃক্ষরোপন না করেই লক্ষ লক্ষ টাকার বিল তোলা হয়েছে ।

ইতিমধ্যেই ডিএম, এসডিও, বিডিও সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানো হয়েছে। উপযুক্ত তদন্তের দাবি উঠেছে। আরেকজন অভিযোগকারী জামিরুল ইসলামের দাবি গ্রাম পঞ্চায়তের প্রধান, উপপ্রধান এর সাথে যুক্ত। যদিও ফরাক্কা অর্জুনপুর পঞ্চায়েতের প্রধান ওয়াহিদা খাতুন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ন মিথ্যা বলে দাবি করেন। তিনি জানান, পঞ্চায়েত কে কালিমালিপ্ত করতেই এইসব মিথ্যা অভিযোগ করা হয়েছে। যারা পঞ্চায়েত ভোটে হেরেছেন তারাই চক্রান্ত করছেন।