এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Farakka DYFI ফারাক্কা কাণ্ডে দ্রুত চাজর্শিটের দাবিতে পথে মীনাক্ষীরা

Published on: October 29, 2024

Farakka DYFI দুসপ্তাহ পার হয়ে গেলেও এখনও চার্জশিট হয়নি ফারাক্কায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায়। নবছরের নাবালিকাকে ধর্ষন করে খুনে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সোমবার মিছিল, অবস্থান বিক্ষোভ ডিওয়াইএফআই এর। মিছিল শেষে অবস্থানে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী। সোমবার দুপুরে নির্যাতিতার মাকে সাথে নিয়ে মিছিল শেষে নিউ ফারাক্কা মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে চলে অবরোধ। এদিন নির্যাতিতার মাকে সাথে নিয়ে এই ঘটনায় দ্রুত চাজর্শিট দেওয়ার দাবি জানান ডিওয়াইএফআই নেতৃত্ব। দীর্ঘক্ষণ ধরে চলে জাতীয় সড়ক অবরোধ। পাশেই সভাও হয়। এদিন বিক্ষোভ তুলতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যদিও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ডিওয়াইএফআই নেতৃত্ব। আরজিকর থেকে ফারাক্কা কাণ্ডে এদিন মীনাক্ষী মুক্ষার্জী বলেন, ‘ দুটো মায়েরই সন্তান হারিয়েছে। পুলিশের ভূমিকার উপরে দুই মায়েরই ভরসা নেই। এই পুলিশ কি রাজ্যের মানুষকে নিরাপত্তা দিতে পারবে? পশ্চিমবঙ্গের মা চোখের জল ফেলবে! আর মানুষ আর মেয়েরা নিরাপত্তাহীনতায় বানের জলে ভেসে আসবে একটু নিরাপত্তা পাওয়ার জন্য?’

Farakka DYFI  ফারাক্কা কাণ্ডে দ্রুত চার্জশিটের দাবীতে এদিন দীর্ঘক্ষণ ধরে ডিওয়াইএফআই নেতা কর্মীরা অবস্থান বিক্ষোভ করেন। বিকেল ৫.৩০ নাগাদ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৪ তারিখের পর কোর্ট খুললে এই মামলার চার্জশিট দেওয়ার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ তুলে নেন ডিওয়াইএফআই নেতৃত্ব। প্রতিশ্রুতি মিললেও এখন দেখার চাজর্শিট কবে দেয় পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now