Farakka Deer মুর্শিদাবাদের ফারাক্কায় নদীতে উদ্ধার হল একটি হরিণ ( Deer Species In India) । যদিও স্থানীয় মৎসজীবীদের দাবি , গঙ্গায় সাঁতার কাটার চেষ্টা করছিল একটি প্রাণী। শিং , কান দেখা যাচ্ছিল। মৎসজীবীরা কাছে যেতে দেখেন, একটি হরিণ সাঁতার কাটার চেষ্টা করছে। নৌকায় টেনে তোলা হয় ওই হরিণটিকে। তারপর যদিও হরিণটির মৃত্যু হয়েছে। মৎস্যজীবীদের ধারণ, সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে গিয়েছিল হরিণটি। দেখে একাধিক আঘাতের চিহ্ন করেছে। ফারাক্কা ব্যারেজে Farakka Barrage কি ধাক্কা খেয়েছে ওই হরিণটি ? প্রশ্ন স্থানীয়দের। হরিণটিকে দেখতে এদিন ভিড় করেন স্থানীয়রা।
Farakka Deer ফারাক্কায় নদীতে সাঁতারাচ্ছিল হরিণ। নৌকায় তুলতেই ………
By Imagine Desk
Published on: October 17, 2024












