Farakka Chargesheet  ফারাক্কায় শিশুর উপর বর্বরতার ঘটনায় জমা চার্জশিট

Published By: Imagine Desk | Published On:

Farakka Chargesheet ফারাক্কায় শিশুর উপর বর্বরতার ঘটনার ২১ দিনের মাথায় চার্জশিট জমা করেছে পুলিশ Jangipur Police District ।  রবিবার চার্জশিট জমা করেছে পুলিশ । ঘটনায় ২১ দিনের মাথায় জমা হয়েছে  চার্জশিট।  চার্জশিটে নাম রয়েছে ২ অভিযুক্তের। ২ জনকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর,  রাজ্য সরকার এই মামলায় বিভাস চ্যাটার্জিকে আইনজীবী  হিসেবে নিয়োগ করেছে। সোমবার ধৃতদের পকসো আদালতে তোলা হবে। ১৩ অক্টোবর ফারাক্কায় উদ্ধার হয়েছিল শিশুর বস্তাবন্দি দেহ।

Farakka Chargesheet  কী হয়েছিল সেদিন ?

সেদিন ছিল রবিবার। সকাল থেকে পাওয়া যাচ্ছি না ওই শিশুকে। সকাল আটটার দিকে  গ্রামের বাকিদের সঙ্গে নিয়ে বেড়িয়েছিল ফুল তুলতে। তার পর থেকে আর খোঁজ মেলেনি। শুরু হয় খোঁজাখুঁজি। গ্রামের মানুষ জানতে পারেন, এক ব্যক্তি ওই শিশুকে ফুল ও চকলেট দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়েছে। গ্রামের মানুষ যায় ওই ব্যক্তির বাড়ি। ওই ব্যক্তি জানান, শিশুকে বাড়ি ফিরে  যেতে বলেছেন তিনি। গোটা গ্রামে খোঁজার মাঝে আরও দুই থেকে তিনবার অভিযুক্তের বাড়ি গিয়েছেন গ্রামের মানুষ। গ্রামের মানুষের দাবি, অসংলগ্ন কথা বলছিলেন ওই ব্যক্তি। তার বাড়িতে শুরু হয় খোঁজাখুঁজি।  বেলা ১২ টা নাগাদ ঘরের ভেতর প্লাস্টিকের বস্তা থেকে উদ্ধার হয় শিশুর দেহ। মুখের ভিতর ঢোকানো ছিল কাপড়। শিশুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন শিশুরা।

 

Farakka Chargesheet তবে শিশুর মা দাবি করেন,  প্রাথমিভাবে ধর্ষণের অভিযোগ নিতে চায় নি ফারাক্কা থানার  পুলিশ।এরপর পরিবার এবং ডিওয়াইএফআই’এর পক্ষ থেকে দাবি জানানো হয় যে ধর্ষণের ঘটনা আড়াল করতে চাইছে পুলিশ। ময়নাতদন্ত নিয়েও টালবাহানা হয়। তবে,  ময়নাতদন্তে ধর্ষনের প্রমাণ মিলেছে। দ্রুত তদন্ত শেষ ও অপরাধীদের শাস্তির দাবিতে ২৮ অক্টোবর ফারাক্কায় রাস্তা অবরোধ করে ডিওয়াইএফআই। ছিলেন মিনাক্ষী মুখার্জি Minakshi Mukherjee , ধ্রুবজ্যোতি সাহার। সেদিন পুলিশ জানায়, আদালত খুললেই চার্জশিট জমা করে হবে।