Farakka Barrage ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে বাংলাদেশের প্রতিনিধিরা

Published By: Imagine Desk | Published On:

Farakka Barrage চলতি সপ্তাহেই ভারত- বাংলাদেশ India- Bangladesh জল চুক্তি The Ganga Water Treaty নিয়ে বৈঠক রয়েছে কলকাতায়। সেই বৈঠকের আগে ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করলেন বাংলাদেশের ৭ জনের প্রতিনিধি দল। পরিদর্শনে হাজির ছিলেন বাংলাদেশের জয়েন্ট রিভার কমিশনের সদস্য মহম্মদ আবুল হোসেন। মঙ্গলবার সকালে, ফারাক্কা ব্যারেজ ও গঙ্গায় স্পিড বোটে ঘুরে বিভিন্ন এলাকা দেখেন বাংলাদেশের প্রতিনিধিরা।

Farakka Barrage বাংলাদেশের অস্থির পরিস্থিতির মাঝেই জল চুক্তি নিয়ে বৈঠক হবে ভারত ও বাংলাদেশের। ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর ডি দেশপাণ্ডে ও ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের আধিকারিকরা কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিউ ফারাক্কা স্টেশন থেকে বাংলাদেশের প্রতিনিধিদের নিয়ে ফারাক্কা ব্যারেজ গেস্ট হাউসের দিকে রওনা দেন সোমবার সন্ধ্যেয়। তারপর মঙ্গলবার সকালে জল চুক্তি নিয়ে বৈঠকের আগে জলপথে পরিস্থিতি খতিয়ে দেখেন।

Farakka Barrage পরিদর্শন প্রসঙ্গে বাংলাদেশের জয়েন্ট রিভার কমিশনের সদস্য মহম্মদ আবুল হোসেন জানান, প্রতি বছর যৌথ ভাবে পরিদর্শন হয়। গঙ্গার জলের প্রবাহ পরিমাপ করা হয়। চুক্তি অনুযায়ী সবকিছু বাস্তবায়ন হচ্ছে কিনা সেটাই খতিয়ে দেখা হয়। ফারাক্কায় যে পরিমাণ জল পাওয়া যায় সেটা চুক্তি অনুযায়ী ভাগাভাগি হয়। এবছর খরার বছর। বৃষ্টি কম হওয়ায় গতবারের থেকে তুলনামূলক ভাবে এবছর জলের প্রবাহ কম। ফলে বাংলাদেশ- ভারত দুপক্ষই কম জল পাবে।

Farakka Barrage ভারতের সঙ্গে বাংলাদেশের এই জল চুক্তি হয় ১৯৯৬ সালের ১২ ই ডিসেম্বর। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এইচডি দেবেগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। ২০২৬ এর ডিসেম্বরে গঙ্গার জল সংক্রান্ত চুক্তি শেষ হতে চলেছে। তার আগেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।