Farakka Barrage ফারাক্কা ব্যারেজে হঠাৎ থেমে গেল ট্রেন !

Published By: Imagine Desk | Published On:

Farakka Barrage মালদা থেকে নিউ ফারাক্কা স্টেশন New Farakka Junction Rly Station(NFK) ঢোকার মুখেই রেলের ওভারহেড তার ছিড়ে বিপত্তি। ফরাক্কা ব্যারেজের উপরই আটকে গেল মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন MALDA TOWN – AZIMGANJ Passenger। প্রায় ঘণ্টা দুয়েক পর ডিজেল ইঞ্জিনের সাহায্যে গন্তবে নিয়ে যাওয়া হল ট্রেনটি।

Farakka Barrage  জানা গিয়েছে এদিন মালদার দিক থেকে নিউ ফরাক্কা হয়ে আজিমগঞ্জ যাচ্ছিল ট্রেনটি। সকাল ৮টা নাগাদ ট্রেনটি নিউ ফরাক্কা স্টেশনে যাওয়ার আগেই ফারাক্কা ব্যারেজের উপর রেলের ওভারহেড তাঁর ছিঁড়ে যায়।

Farakka Barrage এর জেরে ব্যারেজের উপরেই আটকে যায় ট্রেনটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল দপ্তরের আধিকারিক ও আরপিএফ। প্রায় ঘণ্টা দুয়েক পর ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে প্যাসেঞ্জার ট্রেনটিকে নিউ ফারাক্কা ষ্টেশনে নিয়ে যাওয়া হয়।

See also  ঢালাই রাস্তার শিলান্যাসে উচ্ছ্বসিত নবগ্রাম