Farakka Barrage অনবরত বৃষ্টির জলে ফুলে ফেপে উঠেছে ফারাক্কায় গঙ্গা। ইতিমধ্যে ফরাক্কা ব্যারেজে খুলে দেওয়া হয়েছে ১০৯টি লকগেট। সব কটি লক গেট খোলা হয়েছে কয়েক দিন ধরেই। রবিবারের পর সোমবারও সব কটি লক গেট খোলা হয়েছে বলে ফারাক্কা ব্যারেজ সূত্রে খবর। সুত্রের খবর, বিহার ও ঝাড়খণ্ড বিপুল পরিমাণ বৃষ্টি হতেই ফরাক্কা বাঁধ প্রকল্পের জলস্তর বৃদ্ধি হতেই সমস্ত গেট খুলে দেওয়া হয়েছে।
যে পরিমাণ জল আসছে সেই পরিমাণ জল ছাড়া হয়েছে। ফারাক্কা ব্যারেজ প্রোজেক্টের জেনারেল ম্যানেজার আর ডি দেশ পান্ডে জানিয়েছেন রবিবার প্রায় ১১ লক্ষ ৩৩ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। আজও সাড়ে ১১ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে।
ফরাক্কা ব্যারেজ প্রোজেক্টের জেনারেল ম্যানেজার আর ডি দেশ পান্ডে তিনি জানান, “এখন সবকটি গেট খোলা হয়েছে। কিন্তু এই গেট খুলে দেওয়ার ফলে নিচু তলায় কোনরকমের প্রভাব পরবে না।”
ফরাক্কা জলাধারের আপ স্টিম ও ডাউন স্টিমে গঙ্গা বিপদসীমার উপর দিয়ে বইছে । জল না ছাড়লে বাঁধের ক্ষতি হতে পারে। তাই যে পরিমাণ জল ছাড়ার প্রয়োজন তেমনি ভাবেই জল ছাড়া হচ্ছে। তবে এই জল ছাড়ায় নিচু এলাকায় প্লাবনের আশঙ্কাও থাকছে।