Farakka Arrest মুর্শিদাবাদ জেলা জুড়েই সক্রিয় পুলিশ , প্রশাসন। নাকা চেকিং থেকে রাতের পেট্রলিং- ধারাবাহিকভাবে জেলার নানান প্রান্তে চলে বিশেষ অভিযান। সামনেও আসে নানান ঘটনা। এবার ঘটনাস্থল মুর্শিদাবাদের Murshidabad ফরাক্কা। রাতের অন্ধকারে সন্দেহজনক গতিবিধি ট্র্যাক করল পুলিশ, আটক করতেই হল পর্দাফাঁস। পুলিশ সূত্রে জানা গেছে, ফরাক্কায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরির সময় পুলিশের জালে ধরা পড়ে এক যুবক।
Farakka Arrest উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, গ্রেফতার এক
আরও পড়ুন– Humayun Kabir Masjid বীরভূম, মালদাতেও বাবরি মসজিদঃ হুমায়ুন

Farakka Arrest ফরাক্কা এনটিপিসি ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে একটি Firearms Seized আগ্নেয়াস্ত্র ও দুরাউন্ড কার্তুজ । পুলিশ সূত্রে আরও জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে ফরাক্কা এনটিপিসি ফাঁড়ির পুলিশ অভিযানে নামে। চন্ডিপুর এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরির সময় আটক করা হয় এক যুবককে। তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুরাউন্ড কার্তুজ উদ্ধার হয়। ধৃত রুবেল সেখ ফরাক্কার Farakka বানীপুরের বাসিন্দা।
আরও পড়ুন– Kiranmoy Nanda: হুমায়ুনের বাবরি মসজিদ আইন স্বীকৃত : কিরণময় নন্দ
Farakka Arrest বিহারের মুঙ্গের থেকে আনা হয়েছিল আগ্নেয়াস্ত্র! কী ছিল মতলব?
Farakka Arrest পুলিশের প্রাথমিক অনুমান এই আগ্নেয়াস্ত্র বিহারের মুঙ্গের থেকে নিয়ে আসা হয়েছিল। কী কাজে এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হতো তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আর কে বা কারা জড়িত সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সোমবার ধৃতকে ১০ দিনের হেফাজতে চেয়ে জঙ্গিপুর কোর্টে পাঠায় পুলিশ।









